[sg_popup id=7771]

সংগ্রামী মায়ের একমাত্র সম্বল সুরমার গল্প

সুরমা নামের মেয়েটার দু’চোখ ভরা অনেক মায়া। ওর বাবা প্যারালাইসিসেস রোগী, মা পিঠা বানিয়ে বিক্রি করে,
কখনও ছুটা বুয়ার কাজও করে। খুব টানাটানির সংসার। এর মধ্যে আবার সুরমার বাবার ঔষধের পেছনেও একটা
টাকা লাগে!

সুরমার লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ! ওর মা ইয়াসমীন টাকার অভাবে যখন ওকে অন্য কোন স্কুলে ভর্তি করাতে পারছিল না, কার মাধ্যমে যেন জাগো স্কুলের কথা তার কানে এলো। বিনা বেতনেই জাগো স্কুলে ভর্তি হল সে, ভর্তির সময়েও একটা পয়সা খরচ করতে হলো না ইয়াসমীনকে।

এই কিছুদিন আগে সুরমার মাম্পস হয়, গলা ফুলে যেয়ে ব্যথায় ছোট্ট বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছিল। দু’দিন ক্লাসে আসে নি, জ্বরের কারণে। জাগো স্কুলের মাধ্যমে ডক্টর দেখানো হল, সঠিক ঔষধের ব্যবস্থা করা হলো। ক’দিন বাসায় বিশ্রামের পর এখন সে অনেক ভাল আছে। কাল সে ক্লাসে এসেছে। ওর বন্ধুরাও অনেক খুশী অনেকদিন পর তাদের প্রিয় বন্ধুটাকে ক্লাসে পেয়ে।

জাগো স্কুলের প্রতিটি শিশুর পরিবারেই রয়েছে এমন অনেক না বলা শব্দ, চাপা কান্না আর অনেক অন্ধকার অতীত। এই শিশুদের ও তাদের পরিবারগুলোকে একটা আলোয় ভরা সুন্দর ভবিষ্যত উপহার দিতে কাজ করে যাচ্ছে জাগো ফাউন্ডেশন, গত ১০ বছর ধরে। সারা দেশজুড়ে জাগো’র ১২টি স্কুলের মাধ্যমে বর্তমানে সুবিধাবঞ্চিত সমাজের প্রায় ৩০০০ শিশু লেখাপড়া শিখছে। আমাদের চাইল্ড-স্পন্সরশীপ প্রোগ্র্যামের মাধ্যমে এই সমাজের অনেক আলোকিত মানুষ মাসিক মাত্র ২,০০০ টাকার বিনিময়ে সুরমার মত অন্তত একটি শিশুর লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছেন।

এই টাকায় বইখাতা, পেন্সিল-রাবার, স্কুল-ইউনিফর্ম, স্কুলব্যাগ ছাড়াও সুরমা পায় নিয়মিত পুষ্টিকর ফলমূল, স্বাস্থ্যসম্মত খাদ্য আর ব্রাশ, টুথপেস্ট, সাবান ইত্যাদি পরিচ্ছন্নতা সামগ্রী পাওয়ার নিশ্চয়তা। সেই সাথে ওর চিকিৎসা-সুবিধাদি তো থাকছেই।

আমাদের চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্র্যামের বিস্তারিত জানতে ক্লিক করুনঃ https://jaago.com.bd/sponsor-a-child/
চাইলে এখনই কল করতে পারেন আমাদের হটলাইনেঃ +880 1766 666 662

Sponsor Us

Sponsor a Child

Serve the humanity.

Sponsor the monthly education cost of an impoverished Bangladeshi child with less than 1 US $ a day and help bring a meaningful difference in both of your lives!

BE A SPONSOR