Shabdhane Online A

সাবধানে Online-এ

অনলাইন জগতে আপনার এবং আপনার প্রিয়জনের নিরাপত্তা নিয়ে চিন্তিত? Worry Not! অনলাইন সেফটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে নিজে নিরাপদে থাকা এবং অন্যকে নিরাপদে রাখার বিভিন্ন Tips & Tricks এবং TikTok এর নানান Safety Tools এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতেই JAAGO Foundation এবং TikTok সম্মিলিতভাবে শুরু করে "সাবধানে অনলাইনে" ক্যাম্পেইন।

সাইবার বুলিং, অ্যাকাউন্ট সিকিউরিটি, তথ্য যাচাই অথবা কন্টেন্ট শেয়ারিং নিয়ে সতর্কতা– মনে রাখতে হবে, এই প্রতিটি ক্ষেত্রেই আমাদের সচেতনতাই নিশ্চিত করতে পারে আমাদের নিরাপত্তা।

  • অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। সম্ভব হলে 2-স্টেপ ভেরিফিকেশন এবং অন্যান্য নিরাপত্তামূলক অপশনগুলো চালু রাখুন।
  • গুরুত্বপূর্ণ তথ্য যেমন সোশ্যাল মিডিয়া একাউন্টের পাসওয়ার্ড, ইমেইল আইডির পাসওয়ার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর, এমনকি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কারো সাথে শেয়ার করবেন না।
  • যেকোনো ইমেইল বা লিংক ক্লিক করার আগে যাচাই করুন সেটি স্প্যাম কিনা।
  • ইমেইল বা টেক্সট মেসেজে প্রাপ্ত লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

অনলাইনে নিরাপদ থাকতে করণীয়

  • সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়া একাউন্ট বা অনুমোদনহীন নিউজ পোর্টাল থাকে, তাই সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য শেয়ার করার আগে সেটি ভালোমতো যাচাই করুন।
  • ইন্টারনেটে বুলিং, হুমকি বা ব্ল্যাকমেইলিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে ভয় পাওয়া যাবে না বা তথ্য ঘটনা গোপন করা যাবে না। এই ধরণের পরিস্থিতির শিকার হলে দ্রুত একজন বিশ্বস্ত প্রাপ্তবয়স্ক অথবা সম্ভব হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন।
  • অনলাইনে কনটেন্ট তৈরি এবং শেয়ার করার সময় সতর্কতা অবলম্বন করুন। কারো ধর্মীয় বা সাংস্কৃতিক মনোভাব ক্ষুণ্ণ হয় বা ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন হয় এমন কনটেন্ট তৈরি এবং শেয়ার করা থেকে বিরত থাকুন।
  • প্রতিটি অনলাইন প্ল্যাটফর্মের কিছু নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইন থাকে, সেগুলো মেনে চলুন।

এছাড়াও ইউজারদের নিরাপত্তা বিধানে অনলাইন প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, কমিউনিটি গাইডলাইনের পাশাপাশি বিভিন্ন Privacy and Safety Settings প্রদান করে। এগুলো ব্যবহার করে ইউজার তাঁর অনলাইন এক্সপেরিয়েন্সকে আরও নিরাপদ করতে পারেন।

TikTok Safety Tools

TikTok, এর ইউজারদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে প্রদান করে নানান Safety Tools।

এই Safety Tools গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Video Privacy Setting, Comment Control, Comment Filtering, Reporting, Account Blocking, Family Pairing, এবং Screen Time Management।

Account Blocking

অ্যাকাউন্ট ব্লকিং টুলের সাথে চিরতরে সংযোগ বিচ্ছিন্ন করুন অনাকাঙ্ক্ষিত সব অ্যাকাউন্টস এর সাথে এবং নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্ট প্রাইভেসি।

Comment Control

আপনার পোস্ট-এ কে বা কারা কমেন্ট করতে পারবে, Comment Control টুলের সাথে সেই কন্ট্রোল থাকবে আপনার হাতে।

Comment Filtering

কমেন্ট ফিল্টারিং টুলের সাথে নির্ধারণ করুন কোন ধরণের শব্দ সম্বলিত কমেন্ট আপনি দেখতে চান না তা এবং অনাকাঙ্ক্ষিত কমেন্টস থেকে নিজেকে রাখুন সুরক্ষিত।

Family Pairing

আপনার সন্তান বা ছোট ভাই-বোন TikTok- এ কোন ধরণের কন্টেন্ট দেখছে বা কার সাথে কথা বলছে, ফ্যামিলি পেয়ারিং টুলের সাথে এই সব কন্ট্রোল করতে পারবেন আপনি।

Reporting

রিপোর্টিং টুলের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বা আপত্তিকর সব কন্টেন্ট রিপোর্ট করে আপনার অনলাইন স্পেসকে করে তুলুন আরও নিরাপদ এবং আনন্দময়।

Screen Time Management

স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট টুলের সাথে নির্ধারণ করুন আপনি কতটুকু সময় এই প্ল্যাটফর্মে কাটাতে চান। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর অ্যাপ লক হয়ে যাবে যা আপনার দৈনিক স্ক্রিন টাইম কন্ট্রোল করতে আপনাকে সহায়তা করবে।

Video Privacy Setting

এই টুলের মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারেন কে দেখবে আপনার কন্টেন্ট। পাবলিক, ফ্রেন্ডস অনলি অথবা অনলি মি, বেছে নিন আপনার পছন্দ মতো প্রাইভেসি সেটিং।

TikTok Safety Tools সম্পর্কে আরও জানতে ভিজিট করুন

Safety Center

অংশগ্রহণ করো "সাবধানে Online-এ" Positive Content Competition-এ এবং জিতে নাও Smart Phone!

অংশগ্রহণ করতে ক্লিক করো
© 2025 – JAAGO Foundation | All Rights Reserved