Shabdhane Online e

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইন্টারনেট মানব জাতির জন্য যেমন আশীর্বাদ, তেমনি ইন্টারনেটের মাধ্যমে অনেকেই হচ্ছে হয়রানির শিকার। অনলাইনের ঠিক-বেঠিক এবং ভালো কন্টেন্ট বানানোর Tips & Tricks নিয়ে JAAGO Foundation এবং TikTok রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬টি জেলায় Online Safety Adda আয়োজন করছে।

এই আড্ডায় অংশগ্রহণকারীদের তার নিজ নিজ জেলায় আমাদের স্বনামধন্য প্রশিক্ষকদের দ্বারা Online Safety এবং ইতিবাচক কন্টেন্ট তৈরির সকল জানা অজানা বিষয় শেখার সুযোগ রয়েছে! সবচেয়ে ভালো content বানালে পুরস্কার হিসেবে রয়েছে smartphone!